জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান ও অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব আবদুর রহমান খান বলেছেন, বছরের পর বছর ঋণ নিয়ে বাজেট প্রণয়ন করায় আমরা ঋণগ্রস্ত জাতিতে পরিণত হয়েছি। এ অবস্থা থেকে উত্তরণে বেশি ভ্যাট ট্যাক্স আদায়ে অভিযান চালানো শুরু করা হবে। গতকাল বেলা ১১টায় রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মেলন কক্ষে আগামী অর্থবছরের জাতীয় বাজেট প্রণয়নের লক্ষ্যে রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও রাজশাহী বিভাগের সব জেলার চেম্বারের প্রাক-বাজেট আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, রাষ্ট্রের ব্যয় বাড়লেও ভ্যাট আদায় বাড়ছে না। ফলে অর্থের সংকট সৃষ্টি হচ্ছে। ১৯৯১ সালের ভ্যাট আইন পরিবর্তন করার ফলে এই সমস্যা আরও তীব্র হয়েছে। এ অবস্থা থেকে উত্তরণে কর প্রশাসন অটোমেটেড করার ওপরেও জোর দেওয়া হচ্ছে। করপোরেট ট্যাক্স আদায়ও অনলাইনে করা হচ্ছে। ট্যাক্স প্রদান সহজ করে সবাইকে উৎসাহিত করা হচ্ছে। পাশাপাশি ৩ কোটি টাকার ওপরের টার্নঅভার সহনশীল করা হবে।
রাজশাহীর সুলতানগঞ্জ নৌ বন্দর চালুর বিষয়ে তিনি বলেন, এনবিআর অনুমোদন দিলেও বিআইডব্লিউটি অবকাঠামো নির্মাণ না করাই তা চালু করা যাচ্ছে না। সমন্বিতভাবে সুলতানগঞ্জ পোর্ট চালুর বিষয়ে উদ্যোগ নেওয়া হবে। রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে প্রাক-বাজেট আলোচনা সভায় রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও শিল্পমালিকরা বক্তব্য দেন। এ সময় তারা স্থানীয় পর্যায়ে তাদের দাবি-দাওয়া তুলে ধরেন।