এবারের অমর একুশে বইমেলায় সায়েন্সফিকশন বইয়ের প্রতি পাঠকদের আগ্রহ আশাতীতহারে বেড়েছে। পাঠকদের চাহিদার কথা মাথায় রেখে প্রকাশকরাও সায়েন্সফিকশনের বই প্রকাশে আগ্রহী হয়ে উঠেছেন। যার পরিপ্রেক্ষিতে বর্তমানে সায়েন্সফিকশন বইয়ের লেখক বেড়েছে। পাঠকদের চাহিদার নিরিখে এবারের অমর একুশে বইমেলায় গত ২৪ দিনে সায়েন্সফিকশনের বই এসেছে ২৫টি। এর মধ্যে উল্লেখযোগ্য বইগুলো হলো- সময় প্রকাশন প্রকাশিত ড. হাসিনুর রহমান খানের ‘গ্যালাক্টিক ত্রয়ী’, রাবেয়া বুকস্ প্রকাশিত আহমেদ বায়েজীদের ‘মহাকাশে দুঃস্বপ্ন’, আফসার ব্রাদার্স প্রকাশিত জসীম আল ফাহিমের ‘বিজ্ঞানী মামার কাণ্ডকারখানা’, অনন্যা এনেছে মুহাম্মদ ইব্রাহীমের ‘দুই বুদ্ধি’, র্যামন পাবলিশার্স এনেছে রোকনুজ্জামান রিপনের ‘শেষ জ্যোৎস্না’, ড. মো. মনসুর আলীর ‘মহাকাশের সন্ধানে’, অবসর প্রকাশনা সংস্থা এনেছে হাসান খুরশীদ রুমীর ‘ইভ অব ম্যান’, অনুপম প্রকাশনী এনেছে স্বপন কুমার গায়েনের ‘বার্নার্ডের তারা’, এমরান আহমেদের ‘আগন্তুক : বৈজ্ঞানিক কল্পকাহিনী’, মো. ইয়ামিন যোবায়ের ও মো. সাজিদুর রহমানের ‘গল্পে আনন্দে পদার্থবিজ্ঞান’, বুনন এনেছে হাসনাইন সাজ্জাদীর ‘আবিষ্কার যখন মজার গল্প’ ইত্যাদি।
এদিকে গতকাল অমর একুশে বইমেলার ২৫তম দিনেও লোক সমাগম ছিল চোখে পড়ার মতো। মেলায় দর্শনার্থীদের তুলনায় পাঠকের সংখ্যাই ছিল বেশি। প্রায় প্রতিটি স্টলেই ছিল ক্রেতাদের ভিড়। সব ধরনের প্রকাশনীর বিক্রয়কর্মীরাই ব্যস্ত ছিলেন বিকিকিনিতে। বিকিকিনি নিয়ে প্রকাশনা সংস্থা ইত্যাদির কর্ণধার আদিত্য অন্তর বলেন, এবারের মেলাও শেষ সময়ের ঝলক দেখা গেছে। আশা করছি বাকি তিন দিনও ভালো যাবে। গতকাল নতুন বই এসেছে ১০১টি। সব মিলিয়ে এ পর্যন্ত মেলায় মোট নতুন বই এসেছে ২ হাজার ৩১৪টি।
রাসেল আশেকীর মহাকাব্য সিরিজ ‘দেহবাতি’ : বইমেলায় প্রকাশ হয়েছে মহাজাগরণের কবি রাসেল আশেকীর মহাকাব্য সিরিজ ‘দেহবাতি’। প্রকাশ করেছে ‘শান্তির প্রবেশ’। প্রচ্ছদ করেছেন মোস্তাফিজ কারিগর। পরিবেশক ‘পানকৌড়ি প্রকাশন’। মূল মঞ্চ : বিকালে বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় ‘গণ অভ্যুত্থান, গ্রাফিতি এবং অপরাপর ভিস্যুয়াল কালচার’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। এতে প্রবন্ধ উপস্থাপন করেন মুনেম ওয়াসিফ। আলোচনায় অংশ নেন তাসলিমা আখতার এবং কামার আহমাদ সাইমন। সভাপতিত্ব করেন অধ্যাপক মোহাম্মদ আজম। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা পাঠ করেন কবি মো. মোস্তফা কামাল, মতিন বৈরাগী, শহীদুল্লাহ ফারায়জী, শওকত হোসেন সুহিতা সুলতানা এবং মীর তারিকুল ইসলাম।
গুণিজন স্মৃতি পুরস্কার ২০২৫ ঘোষণা : অমর একুশে বইমেলা ২০২৫ উপলক্ষে বাংলা একাডেমি পরিচালিত চিত্তরঞ্জন সাহা, মুনীর চৌধুরী, রোকনুজ্জামান খান দাদাভাই ও শিল্পী কাইয়ুম চৌধুরী স্মৃতি পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করেছে বাংলা একাডেমি।
২০২৪ সালে প্রকাশিত বিষয় ও গুণমানসম্মত সর্বাধিক সংখ্যক বই প্রকাশের জন্য প্রকাশনা প্রতিষ্ঠান কথাপ্রকাশকে চিত্তরঞ্জন সাহা স্মৃতি পুরস্কার, গুণমান ও শৈল্পিক বিচারে সেরা বইয়ের জন্য প্রকাশনা প্রতিষ্ঠান ঐতিহ্য, পাঠক সমাবেশ ও কথাপ্রকাশ যৌথভাবে পেলেন মুনীর চৌধুরী স্মৃতি পুরস্কার, সর্বাধিক শিশুতোষ বই প্রকাশের জন্য প্রকাশনা প্রতিষ্ঠান কাকাতুয়া পেল রোকনুজ্জামান খান দাদাভাই স্মৃতি পুরস্কার, নান্দনিক অঙ্গসজ্জায় সেরা প্রতিষ্ঠান হিসেবে মাকতাবাতুল ইসলাম (১ ইউনিট); গ্রন্থিক প্রকাশন (২-৪ ইউনিট) ও বাতিঘর (প্যাভেলিয়ন)-কে কাইয়ুম চৌধুরী স্মৃতি পুরস্কার পেয়েছে। ২৮ ফেব্রুয়ারি বইমেলার সমাপনী অনুষ্ঠানে এই পুরস্কার দেওয়া হবে।