বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, যারা ১৯৭১ সালের পর নিষিদ্ধ ছিল, তারা জিয়াউর রহমানের উদারতায় রাজনীতি করার সুযোগ পেয়েছিলেন। সেই দলটি যখনই সুযোগ পেয়েছে বিএনপিকে পেছন থেকে ছুরিকাঘাত করার চেষ্টা করেছে। গতকাল দুপুরে পল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। জুলাই-আগস্ট গণ আন্দোলনে নিহত চালকদের পরিবার ও আহতদের পুনর্বাসনের দাবিতে প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্মারকলিপি দেয় জাতীয়তাবাদী রিকশা ভ্যান অটোচালক দল। রিজভী আরও বলেন, আমরা এটাও জানি, ছাত্রশিবিরের এখনকার অনেক নেতা ছাত্রলীগের মধ্যে অবস্থান করে অনেক পদ-পদবিও পেয়েছেন।ছাত্রশিবিরের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে ছাত্রদলকে নিয়ে দেওয়া বক্তব্যের প্রসঙ্গ টেনে রিজভী বলেন, জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ছাত্রশিবির বলে ছাত্রদলের মধ্যে নিষিদ্ধ ছাত্রলীগের প্রতিচ্ছবি দেখছি। কে কখন নিষিদ্ধ হয় আমরা জানি না। এখন ছাত্রলীগ নিষিদ্ধ কি না আমরা জানি না। ছাত্রশিবিরকেও আমরা নিষিদ্ধ হতে দেখেছি একসময়।
অনেকেই ছাত্রশিবিরকে বলে গুপ্ত ছাত্রলীগ, এর উত্তর কি করে দেবেন? এগুলোর অনেক প্রমাণ, অনেক তালিকা, অনেক নাম আমাদের কাছে আছে।
এ সময় আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুুস সালাম, বিএনপি নেতা শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সফু প্রমুখ।