গতকাল থেকে নগরীর ১০টি পয়েন্টে ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি শুরু করেছে টিসিবি। তবে পণ্য কিনতে এসে অনেকেই খালি হাতে ফিরেছেন বলে অভিযোগ উঠেছে। পলাশপুরের রিকশাচালক আবদুর রহমান বলেন, কম দামে পণ্য কিনতে দুই ঘণ্টা লাইনে দাঁড়িয়ে ছিলাম। এরপর শুনি পণ্য শেষ। তাই খালি হাতে ফিরতে হয়েছে। রসুলপুর এলাকার বাসিন্দা রাশিদা বেগম জানান, সকাল ৯টায় এসে লাইনে দাঁড়িয়ে দুপুর ১টায় ট্রাকের কাছে পৌঁছে দেখি পণ্য শেষ। পণ্য বৃদ্ধির দাবি জানান তিনি। ট্রাকে পণ্য নিয়ে আসা চালক মিজানুর রহমান বলেন, ২০০ জনের মাঝে বিক্রির জন্য প্যাকেজ নিয়ে আসা হয়েছিল। এর মধ্যে ৭০ টাকা কেজি দরে চিনি, ৬০ টাকা দরে মসুর ডাল, ১০০ টাকা লিটার সয়াবিন তেল, ৬০ টাকা দরে ছোলা ও ১৫৫ টাকা কেজি দরে খেজুর বিক্রি করা হয়।
টিসিবির বরিশাল আঞ্চলিক কার্যালয়ের প্রধান শতদল ম ল বলেন, প্রতিদিন বরিশাল নগরীর সিটি করপোরেশনের সামনে, মড়কখোলার পোল, জানুকিসিংহ রোড, হাউজিং মাঠ কাউনিয়া, আমানতগঞ্জ টিবির মাঠ, পলাশপুর আশা অফিসের সামনে, গগন গলির মোড়, সেকশন মাঠ, পীরসাহেব মসজিদ ও শিশু পার্কের সামনে টিসিবির পণ্য বিক্রি করা হয়। পুরো রমজান মাসজুড়ে এ কার্যক্রম চলমান থাকবে। আজ যারা লাইনে দাঁড়িয়ে পণ্য পায়নি, তারা আগামীকাল পাবেন। প্রত্যেক ডিলারকে এক দিনের জন্য ২০০ প্যাকেজের মাধ্যমে পণ্য নিয়ম মেনে দেওয়া হচ্ছে। পণ্য বৃদ্ধির বিষয়টি ঊর্ধ্বতনদের জানানো হবে।