রাজধানীর সবুজবাগের মায়াকাননের একটি বাসায় চুরির ঘটনায় স্বর্ণালংকার উদ্ধারসহ চোর চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন মো. আনোয়ার, মো. ফরিদ হাওলাদার ও মো. মিলন। শুক্রবার মুগদা ও সবুজবাগ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। সবুজবাগ থানা পুলিশ গতকাল জানায়, মায়াকাননের ২৯/ডি নম্বর রোডের একটি বাসার ভাড়াটিয়া দম্পতি ৩০ ডিসেম্বর সকালে অফিসে চলে যায়। বিকাল ৪টার দিকে স্ত্রী বাসায় এসে দেখেন মূল দরজার তালা ভেঙে ফেলা হয়েছে এবং ঘরের মালামাল এলোমেলো হয়ে রয়েছে। আলমারিতে রাখা চার জোড়া স্বর্ণের দুল, চারটি স্বর্ণের হার, দুটি স্বর্ণের আংটি, একটি ব্রেসলেট, সাত ভরি স্বর্ণ, একট রুপার হার, এক জোড়া নূপুর, একটি মোবাইল ফোন এবং নগদ ৮০ হাজার টাকা চুরি হয়ে গেছে। এ ঘটনায় ৭ জানুয়ারি স্বামী খায়রুল কবির সুমন চুরির অভিযোগ একটি মামলা করেন। সিসিটিভি ফুটেজ সংগ্রহ এবং তদন্তের মাধ্যমে আনোয়ার ও ফরিদকে মুগদার দক্ষিণ মান্ডা লেটকা ফকিরের গলি এলাকার একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের তথ্যের ভিত্তিতে চোরাই স্বর্ণ বিক্রির অভিযোগে নন্দিপাড়া গার্মেন্টস গলির মা জুয়েলার্স থেকে মিলনকে গ্রেপ্তার করা হয়।
তার কাছ থেকে ১.১০ ভরি গলিত স্বর্ণ ও বানানো স্বর্ণালংকার উদ্ধার করা হয়।