একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী ডিসিদের (জেলা প্রশাসক) পর এবার পুলিশ সুপারদের (এসপি) বাধ্যতামূলক অবসরে পাঠানো হচ্ছে। গতকাল সন্ধ্যায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ এক ফেসবুক পোস্টে এ কথা বলেন।
আসিফ মাহমুদ বলেন, ২০১৮ সালের রাতের ভোটের নির্বাচনে ৬৪ জেলার দায়িত্বে থাকা এসপিদেরও এসডি/বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে।
প্রসঙ্গত, ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করা ২২ ডিসিকে গত বৃহস্পতিবার বাধ্যতামূলক অবসরে পাঠায় জনপ্রশাসন মন্ত্রণালয়। পাশাপাশি ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করা ৪৩ ডিসিকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা হয়েছে।