২০১৩ সালে জন্ম দেওয়া সন্তানকে ফিরে পেতে গতকাল দুপুরে বগুড়া শহরের সাতমাথা এলাকার লোকজনকে নিয়ে মানববন্ধন করেছেন তাজমিনা আক্তার নামে এক নারী। তিনি দাবি করেন, ২০১৩ সালের ২৮ জুলাই শহরের নুরানী মোড় এলাকায় আইভি ক্লিনিকে দুটি জমজ সন্তান জন্ম দেন। পরে সেখান থেকে তার একটি সন্তান ক্লিনিক থেকে চুরি করে গাবতলী উপজেলার ঈশ্বরপুর গ্রামের আনোয়ার হোসেনের কাছে বিক্রি করা হয়। কিন্তু সে সন্তান আজও ফেরত পাননি।
সে সময় সন্তানের খোঁজ পেয়ে স্থানীয়ভাবে নানা দরবার সালিশ করেও কোনো লাভ হয়নি। পরবর্তীতের তিনি ২০১৯ সালে আদালতের শরণাপন্ন হয়ে বেশ কয়েক বছর ধরে মামলা করেও কোনো লাভ হয়নি। বরং সন্তানকে ফিরে পেতে জেল খাটতে হয়েছে। ডিএনএ টেস্ট পজেটিভ আসার পরও তা বদলানো হয়েছে। তিনি তার সন্তান ফেরত ও চুরির সঙ্গে জড়িত সবার বিচার দাবি করেছেন।