বকেয়া পরিশোধের দাবি শিশু বিকাশ কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীদের বকেয়া বেতন পরিশোধের দাবি জানিয়েছেন শিশু বিকাশ কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীরা। গতকাল প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা। এ সময়, তিনি শিশু বিকাশ কেন্দ্রের গুরুত্ব তুলে ধরেন এবং বলেন, ‘যত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও, শিশু বিকাশ কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীরা গত ৮ মাস ধরে বেতন না পাওয়ায় মানবেতর জীবনযাপন করছেন। এমনকি, মাতৃত্বকালীন ছুটি বা মৌলিক সুযোগসুবিধাও তারা পাচ্ছেন না।’
এ ছাড়া, শিশু বিকাশ কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীরা তাদের দৈনন্দিন জীবনের দুর্দশা নিয়ে কথা বলেন। জেলাপর্যায়ে কর্মরত শিশু বিকাশ কেন্দ্রের কর্মকর্তা ডা. মামুন উল্লেখ করেন বেতন না পাওয়ার কারণে শিশু বিকাশ কেন্দ্রের সেবা চালিয়ে নেওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। চাইল্ড সাইকোলজিস্ট দীপন চন্দ্র তাদের মানবেতর জীবনযাপন এবং মানসিক যন্ত্রণার কথা তুলে ধরেন।
চাইল্ড সাইকোলজিস্ট হাবিবুর রহমান সজীব সতর্ক করেন, নিউরোডেভেলপমেন্টাল ডিজঅর্ডারে আক্রান্ত শিশুদের জন্য বিশেষায়িত সেবা না পেলে ভবিষ্যতে প্রতিবন্ধিতা বাড়বে এবং সরকারের সমাজিক নিরাপত্তা কার্যক্রমের ওপর চাপ বাড়বে। সংবাদ সম্মেলনের শেষে উপস্থিত কর্মকর্তা-কর্মচারীরা প্রেস ক্লাবের সামনে একটি শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করেন। সেখানে তারা তাদের বকেয়া বেতন এবং রাজস্ব খাতে স্থানান্তরের দাবির প্রতি দৃষ্টি আকর্ষণ করেন।