ঢাকার উত্তরায় প্রকাশ্যে এক দম্পতিকে কোপানোর মামলায় কিশোর গ্যাংয়ের দুই সদস্যের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামানের আদালত সাত দিনের রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। রিমান্ডে যাওয়া দুই আসামি হলেন- মোবারক হোসেন (২৫) ও রবি রায় (২২)।
মামলার সূত্রে জানা যায়, কিশোর গ্যাং গ্রুপটির সদস্যরা ১৭ ফেব্রুয়ারি রাতে উত্তরা ৭ নম্বর সেক্টরের ৯ নম্বর দম্পতিকে কোপানো রোডে উচ্চশব্দে মোটরসাইকেলের হর্ন বাজিয়ে যাচ্ছিল। এ সময় রিকশা থেকে ভুক্তভোগী মকবুল ও তার স্ত্রী ইফতি প্রতিবাদ করেন। এরপর কিশোর গ্যাংয়ের সদস্যরা তাদের বাহিনীর ২০ থেকে ২৫ জনকে জড়ো করেন এবং তাদের প্রকাশ্যে কোপান। একপর্যায়ে স্থানীয়রা কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। এ ঘটনায় ভুক্তভোগী নাসরিন আকতার ইফতি বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় মামলা করেন।