ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে সোমবার (২৭ অক্টোবর) আন্তর্জাতিক বার্তা সংস্থা প্রেসেনজা ইন্টারন্যাশনাল-এর ঢাকা ব্যুরো অফিস উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ সাংবাদিক ওয়েলফেয়ার ট্রাস্টের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আবদুল্লাহ বলেন, “সামাজিক যোগাযোগ মাধ্যমে চ্যালেঞ্জ বাড়লেও আশা করছি প্রেসেনজা বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় অগ্রণী ভূমিকা রাখবে।”
ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, “এখন থেকে বাংলা ভাষাতেও প্রেসেনজা খবর পাওয়া যাবে। এটি বাংলাদেশের সাংবাদিকতার উৎকর্ষে ভূমিকা রাখবে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসেঞ্জার প্যানেল এডিটর শেখ মোহাম্মদ আরিফ, শামসুল হক বসুনিয়া, হেড অফ এড কাওসার আহমেদ, হেড অফ সার্পোট সার্ভিস মারুফ উল আলম প্রমুখ।
প্রসঙ্গত, প্রেসেনজা ইন্টারন্যাশনাল ২০০৯ সালে ইতালির মিলানে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে ২৪টি দেশে সক্রিয় এবং ১০টি ভাষায় সংবাদ প্রকাশ করে।
বিডি প্রতিদিন/আশিক