রাজধানীর তেজগাঁও বিভাগের ৬ থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৫৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সোমবার দিনব্যাপী অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
ডিএমপির উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। সূত্র জানিয়েছে, গ্রেপ্তারদের মধ্যে রয়েছে নিয়মিত মামলার আসামি, তদন্তাধীন মামলার আসামি, মাদক কারবারি, পেশাদার সক্রিয় ছিনতাইকারী, চোর, সন্ত্রাসী, ওয়ারেন্টভুক্ত আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত চিহ্নিত ও অভ্যাসগত অপরাধী।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজানের সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের তত্ত্বাবধানে তেজগাঁও বিভাগের ৬ থানার নিয়মিত টহল ও বিশেষ টিম অভিযান পরিচালনা করে।
থানা ভিত্তিক গ্রেপ্তারদের তালিকা
আদাবর থানা:
মো. সুমন ওরফে বাকেট সুমন (২৬), মো. রহমান (২৫), মো. মেহেদী হাসান (২৫), মো. নাজমুল (২০), মো. মোস্তাফিজুর রহমান (৩৫), মো. সোহেল রানা (৪০), মো. মনিরুল ইসলাম (৩৫), মো. মনারুল ইসলাম (২৫), মো. জাহাঙ্গীর আলী (৩৫), মো. রাজিব (৩৫), মো. হারুন (৪০), মো. ভোলা মিয়া (৩০), মো. আশরাফুল (৩৫), মো. রবিউল ইসলাম (২৭), মো. আমিরুল (৩৫), মো. কাজল (২৫), মো. কাজল (২৩)।
মোহাম্মদপুর থানা:
বিল্লাল ওরফে অগ্নি বিল্লাল (২৮), মারফ (২২), আরিফ (২৬), সুমন (২৩), সাগর (২৩), টুটুল (২৮)।
তেজগাঁও থানা:
নাইম (২৩), মুন্না (৩২), রাসেল (২৭), কাশেম (৪৫), আলামিন (৩৪), রেহান (২৩), রাশেদ (৩৪), মো. ইদ্রিস (৩৩)।
তেজগাঁও শিল্পাঞ্চল:
জাহাঙ্গীর (২৩), আসমা (৩৩), নিরব (৩৪), পাখি (২০), ময়ুর (৩২), রাহুল (২২), আলামিন (৪৪)।
হাতিরঝিল থানা:
মো. শান্ত ইসলাম (২৮), পারভেজ (২৩), মো. হাবিবুর রহমান (২০), মো. ইউসুফ মিয়া (৪৫), মো. সাইফুল ইসলাম (২৮), মো. আ. আজিজ (৪০), মো. আব্দুল্লাহ (২৫), মো. পলাশ (৩০), মো. শেখ ফরিদ (২৮), মো. জাহিদ (২০), মো. হাসান (২৫)।
শেরেবাংলা নগর থানা:
মারুফ (১৯), বাবুল হোসেন (৩৪), নাহিদ (২৩), মফিজুল (৩৪), জাহাঙ্গীর (২২), আসিফ (২৬), মো. রবিন (২৫)।
গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে এবং মামলার প্রক্রিয়া চলছে।
বিডি প্রতিদিন/আশিক