ঝিনাইদহ সদর উপজেলার কালিচরণপুর ইউনিয়নের বড় কামারকুন্ড গ্রামে পানিতে ডুবে আপন নামে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটি ওই গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে। রবিবার (২৬ অক্টোবর) সকালে এই ঘটনা ঘটে।
নিহত শিশুর পারিবারিক সূত্র জানায়, সকালে বাড়ির পাশে অন্য শিশুদের সাথে খেলতে যায় শিশুটি। অনেক সময় অতিবাহিত হওয়ার পর শিশুটিকে না দেখে পরিবারের লোকজন খোঁজাখুজি করতে থাকে। এক পর্যায়ে দুপুরের দিকে বাড়ির পাশে পুকুরে শিশুটির লাশ ভেসে উঠতে দেখা যায়। এ সময় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/জামশেদ