লক্ষ্মীপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে রবিবার (২৬ অক্টোবর) কলেজ ক্যাম্পাসে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
নতুন কমিটির সভাপতি ইসমাইল হোসেন রনি ও সাধারণ সম্পাদক বাহাদুর হোসেন নোবেলের আহ্বানে মিছিলে উপস্থিত ছিলেন জেলা কৃষকদলের সভাপতি মাহবুব আলম মামুন, জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সহ-সভাপতি আব্দুল্লাহ আল খালেদ, ছাত্রদল নেতা জিদান চৌধুরী ও বায়েজিদ ভূঁইয়া।
আনন্দ মিছিলটি প্রাণবন্ত ও উৎসবমুখর করতে সাবেক কলেজ শাখার কমিটির আহ্বায়ক হাসিবুর রহমান অভি ও সদস্য সচিব মাইনুল হাসান শাওন নেতৃত্ব দেন।
হাসিবুর রহমান অভি বলেন, ‘সন্ত্রাস ও মাদকমুক্ত ক্যাম্পাস গড়তে ছাত্রদল ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে। সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে সর্বত্র ভূমিকা রাখবে ছাত্রদল। আমাদের বিশ্বাস, তারুণ্যের প্রথম ভোট ধানের শীষ প্রতীকে পড়বে।’
নতুন কমিটির সাধারণ সম্পাদক বাহাদুর হোসেন নোবেল বলেন, ‘সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে সুসংগঠিতভাবে ছাত্রদলের রাজনীতি করা হবে। শিক্ষার্থীদের চোখের ভাষা ও মনের ভাষা বুঝেই কাজ করতে হবে। আগামী নির্বাচনে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে বিজয়ী করতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব।’
জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এশিয়া মহাদেশের সর্ববৃহৎ ছাত্রসংগঠন। দেশের বিভিন্ন সময়ের ক্লান্তি ও বাধা জয় করতে সাহসিকতার সাথে ভূমিকা রেখেছে ছাত্রদল। অতীতে স্বৈরাচারী সরকারের দমন-পীড়নে সারাদেশে ছাত্রদল অনেক নির্যাতন সহ্য করেছে।’
সংক্ষিপ্ত আলোচনা শেষে নবগঠিত কমিটির সকল সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করা হয়।
বিডি-প্রতিদিন/জামশেদ