বেনাপোল স্থলবন্দরে সন্ধ্যা ৬টার পর আমদানি-রফতানি কার্যক্রম বন্ধের কোনো সিদ্ধান্ত নেয়নি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বেনাপোল বন্দরের কার্যক্রম আগের নিয়মেই চলছে। আজ রবিবার রাতে এনবিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কয়েকটি জাতীয় দৈনিক ও অনলাইন মাধ্যমে বেনাপোল স্থলবন্দরে সন্ধ্যার পর কার্যক্রম বন্ধ করার খবর প্রকাশিত হয়েছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর। বেনাপোল স্থলবন্দরের আমদানি-রফতানি পণ্যের প্রবেশ ও বহির্গমনে কাস্টমস কর্তৃপক্ষ কোনো নতুন আদেশ বা বিধিনিষেধ আরোপ করেনি। বরং পূর্বের ন্যায় যথানিয়মে আমদানি পণ্যের বাংলাদেশে প্রবেশ ও রপ্তানি পণ্যের বাংলাদেশ থেকে বহির্গমন কার্যক্রম অব্যাহত রয়েছে।
এ বিষয়ে বিভ্রান্ত না হয়ে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষের নিয়মিত সেবা গ্রহণ করতে। এছাড়া বিভ্রান্তিকর তথ্যের পরিবর্তে প্রকৃত তথ্য যাচাই করতে সংশ্লিষ্ট সকল স্টেকহোল্ডার, সেবাগ্রহীতা এবং গণমাধ্যমকে অনুরোধ জানিয়েছে এনবিআর।
বিডি প্রতিদিন/নাজমুল