নারী ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। বারবার বৃষ্টির কারণে খেলা থেমে যায়, ওভার কমানো হয়, তবে শেষ পর্যন্ত ম্যাচ শেষ করা যায়নি। এ ফলাফলের কারণে মাত্র একটি জয় নিয়ে টেবিলের সাত নম্বরে থেকে এ বিশ্বকাপ শেষ করল বাংলাদেশের নারী দল।
রবিবার (২৬ অক্টোবর) ফার্মগেটের মাঠে টসে হেরে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ ২৭ ওভার খেলে ৯ উইকেটে ১১৯ রান সংগ্রহ করে। ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ভারতের লক্ষ্য দাঁড়ায় ১২৬ রান। দলের হয়ে শারমিন আক্তারের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৩৬ রান, আর মোস্তারি করেন ২৬ রান। ভারতের বোলিংয়ে দারুণ পারফরম্যান্স দেখান রাধা যাদব, ৬ ওভারে ৩০ রান দিয়ে ৩ উইকেট নেন।
জবাবে মান্ধানা ও কাউরের ব্যাটিংয়ে উড়ন্ত সূচনা পায় ভারত। মাত্র ৮.৪ ওভারে বিনা উইকেটে ৫৭ রান তুলে নেয় এই জুটি। তবে এরপর আবারও বৃষ্টি হলে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ রেফারি। মান্ধানা ৩৪ এবং কাউর ১৫ রানে অপরাজিত ছিলেন।
এই ম্যাচটি ভারতের জন্য কেবল নিয়ম রক্ষার ম্যাচ ছিল, যেখানে সেমিফাইনাল নিশ্চিত। আর বাংলাদেশের নারী দল ৭ ম্যাচে ১ জয় নিয়ে বিশ্বকাপ মিশন শেষ করে টেবিলের সাত নম্বরে অবস্থান করছে।
বিডি প্রতিদিন/মুসা