সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে এক বাংলাদেশি প্রবাসী প্রথম চেষ্টাতেই জিতে নিয়েছেন ২৫০ গ্রাম ও ২৪ ক্যারেটের স্বর্ণবার। যার আনুমানিক বাজারমূল্য ৫০ লাখ টাকা।
রবিবার গালফ নিউজ তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, মনসুর আহমদ নামের ২৪ বছর বয়সী এই ইলেকট্রিশিয়ান বিগ টিকেটের ই-ড্র-এ অংশ নিয়ে প্রথমবারেই সফল হয়েছেন। তার টিকিট নম্বর ০৫৪৪১১।
লাইভ ড্র চলাকালীন বিজয় ঘোষণা হলে মনসুর হতবাক হয়ে বলেন, ‘সত্যি, ধন্যবাদ স্যার।’
মনসুর জানান, তিনি প্রথমে সামাজিক যোগাযোগমাধ্যমে বিগ টিকেট সম্পর্কে জানতে পেরে ১০ জন বন্ধুর সঙ্গে একটি গ্রুপ গঠন করেছিলেন। প্রথম চেষ্টাতেই তাদের জয় হয়েছে।
তিনি বলেন, ‘পুরস্কারটি গ্রুপের সকলের মধ্যে সমানভাবে ভাগ করা হবে। আমরা একসঙ্গে টিকিট কিনে আবারও চেষ্টা চালাব। এটি এমন একটি অভিজ্ঞতা যা আমরা কখনো ভুলব না।’
সূত্র: গলফ নিউজ
বিডি-প্রতিদিন/আশফাক