সুন্দরবনে শিকারির পাতা ফাঁদে আটকে পড়া একটি চিত্রা হরিণ উদ্ধার করেছেন বন প্রহরীরা। এরপর আবার সেটি বনে ছেড়ে দেওয়া হয়েছে।
রবিবার সকালে সুন্দরবনের জোংড়া টহল ফাঁড়ি সংলগ্ন বনে টহল দেওয়ার সময় প্রহরীরা হরিণটি দেখেন। সেটি সিঙ্গেল মালা ফাঁদে আটকা পড়েছিল। ভাগ্যক্রমে হরিণটি জীবিত উদ্ধারে সক্ষম হন তারা।
সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী জানান, বন বিভাগের জোংড়া টহল ফাঁড়িতে কর্মরত স্টাফরা টহল দেওয়ার সময় হরিণটি দেখেন। সেটি ফাঁদে আটকে মরণযন্ত্রণা ভোগ করছিল। পরে তারা হরিণটিকে উদ্ধার করে ছেড়ে দেয়। ওই ঘটনার পর এলাকাটির আশপাশে তল্লাশি চালিয়ে আরও ১০টি সিঙ্গেল মালা ফাঁদ এবং ৪ টি সিটকা ফাঁদ উদ্ধার করে বন কর্মীর।
বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী আরও বলেন, সুন্দরবনে প্রতিনিয়ত ফুট-প্যাট্রল করে হরিণের ফাঁদ অপসারণ করার বিকল্প নেই। হরিণ শিকার কমানোর এটিই কার্যকর উপায়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন