টানা তিন জয়ের পর থেমে গেল ম্যানচেস্টার সিটির অগ্রযাত্রা। অ্যাস্টন ভিলার মাঠে ১–০ গোলে হেরে লিগ টেবিলে চতুর্থ স্থানে নেমে গেছে পেপ গুয়ার্দিওলার দল।
ম্যাচের ১৯তম মিনিটে দুর্দান্ত এক দূরপাল্লার শটে গোল করে ভিলাকে এগিয়ে নেন ম্যাটি ক্যাশ। এরপর ম্যাচের বাকি সময় জুড়ে একচেটিয়া বল দখলে রাখলেও সুযোগ কাজে লাগাতে পারেননি এরলিং হলান্ড।
৭১তম মিনিটে হেডে গোল করার সুবর্ণ সুযোগ মিস করেন নরওয়েজিয়ান তারকা, আর ৮৯তম মিনিটে তার করা গোল ভিএআরে বাতিল হয়ে যায় অফসাইডের কারণে।
এই নিয়ে ভিলার বিপক্ষে শেষ পাঁচ ম্যাচে তৃতীয় হারের মুখ দেখল ম্যানচেস্টার সিটি। ১৬ পয়েন্ট নিয়ে তারা এখন টেবিলের চতুর্থ স্থানে, অন্যদিকে আর্সেনাল ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে।
বিডি প্রতিদিন/মুসা