দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম নতুন সাংস্কৃতিক প্রকল্পের পর্দা উন্মোচন করেছেন। এই প্রকল্পটি হলো দুবাই মিউজিয়াম অফ আর্ট। আল ফুত্তাইম গ্রুপ প্রকল্পটি বাস্তবায়ন করবে। এটি দুবাইয়ের নতুন স্থাপত্য ও সাংস্কৃতিক আইকনে পরিণত হবে বলে আশা করা হচ্ছে ।
প্রকল্পটির অন্যতম আকর্ষণ হলো এর অবস্থান। এটি দুবাই ক্রিকের ওপর ভাসমান অবস্থায় থাকবে। শেখ মোহাম্মদ বিশ্বখ্যাত জাপানি স্থপতি তাডাও আন্দোর নকশাগুলো খতিয়ে দেখেন। তিনি বলেন, সংস্কৃতি ও শিল্প হলো একটি শহরের আত্মা। এর মধ্য দিয়েই শহরের অগ্রগতি দেখা যায়। দুবাই মিউজিয়াম অফ আর্ট হবে শহরের নতুন বাতিঘর।
তিনি আরও যোগ করেন যে, দুবাই বিশ্বজুড়ে সৃজনশীলদের পছন্দের গন্তব্যে পরিণত হয়েছে। সৃজনশীল অর্থনীতির দ্রুত বৃদ্ধিকে ত্বরান্বিত করার জন্য সম্প্রদায় ও শিল্প প্রতিষ্ঠানগুলো একসঙ্গে কাজ করছে। এই নতুন সাংস্কৃতিক ল্যান্ডমার্কটি দুবাইকে সৃজনশীলতা ও সংস্কৃতির একটি বৈশ্বিক কেন্দ্র হিসেবে স্থান দেওয়ার কৌশলগত লক্ষ্যকে এগিয়ে নিয়ে যাবে।
এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাতের জাতীয় অলিম্পিক কমিটির সভাপতি শেখ মনসুর বিন মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম, দুবাই সংস্কৃতি ও শিল্পকলা কর্তৃপক্ষের চেয়ারপার্সন শেখা লতিফা বিনতে মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম, মন্ত্রিসভা বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আল গেরগাভি এবং আল ফুত্তাইম গ্রুপের ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা ওমর আল ফুত্তাইম-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
সূত্র: গালফ নিউজ
বিডি প্রতিদিন/নাজমুল