বিশ্বখ্যাত আমেরিকান র্যাপার ও গায়ক পিটবুল প্রায় ছয় বছর পর আবার ভারতে পা রাখতে চলেছেন। ‘পিটবুল : আই অ্যাম ব্যাক’ শীর্ষক এই ট্যুরের অংশ হিসেবে তিনি দুইটি কনসার্টে ভারতীয় ভক্তদের মন মাতাবেন।
ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, আগামী ৬ ডিসেম্বর গুরুগ্রামের হুদা গ্রাউন্ডে এবং ৮ ডিসেম্বর হায়দরাবাদের বিখ্যাত রামোজি ফিল্ম সিটিতে তার কনসার্ট অনুষ্ঠিত হবে।
ইভেন্ট প্ল্যাটফর্ম ‘বুক মাই শো’ তাদের অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে খবরটি নিশ্চিত করেছে। প্রকাশিত পোস্টারে পিটবুলের ছবি ও অনুষ্ঠানের তারিখ উল্লেখ করে লেখা হয়েছে, “মিস্টার ওয়ার্ল্ডওয়াইড ‘পিটবুল : আই অ্যাম ব্যাক’ শীর্ষক ট্যুরে ভারতে আসছেন।”
শনিবার দুপুর ১২টা থেকে শুরু হয়েছে টিকিটের বিক্রি। ন্যূনতম টিকিটের দাম ২০০০ রুপি, ভিআইপি টিকিট ৫০০০ রুপি থেকে শুরু, আর প্রিমিয়াম টিকিটের সর্বোচ্চ দাম ধার্য করা হয়েছে ২৪,৯৫০ রুপি।
এর আগে পিটবুল ভারতে এসেছিলেন ২০১১, ২০১৭ ও ২০১৯ সালে। এটাই তার চতুর্থ ভারতীয় যাত্রা। এবারও টিম্বার, হোটেল রুম সার্ভিস ও নো লো ট্রেইটস-এর সুরে মাতিয়ে তুলবেন ভারতীয় ভক্তদের।
ভারত ট্যুর শেষ হওয়ার পর ১১ ডিসেম্বর তিনি পারফর্ম করবেন বাহরাইনের বিখ্যাত ব্যায়ান আল ডানা এম্পিথিয়েটারে।
বিডি প্রতিদিন/মুসা