এমিরেটস স্টেডিয়ামে রবিবার প্রিমিয়ার লিগের ম্যাচে ক্রিস্টাল প্যালেসকে ১–০ গোলে হারিয়েছে আর্সেনাল। দলের হয়ে একমাত্র গোলটি করেছেন এবেরেচি এজে, এটি তার আর্সেনাল জার্সিতে প্রথম লিগ গোল।
প্রথমার্ধে আক্রমণাত্মক শুরু করেও গোলের দেখা পাচ্ছিল না মিকেল আর্তেতার দল। তবে ৩৯তম মিনিটে ফ্রি কিক থেকে প্যালেস ডিফেন্স বল ক্লিয়ার করতে ব্যর্থ হলে আলগা বল পেয়ে জোরালো শটে জালের দেখা পান এজে।
দ্বিতীয়ার্ধে গাব্রিয়েল মাগালিয়াইস ও ইয়োকেরেস সুযোগ নষ্ট করলেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে সক্ষম হয় আর্সেনাল। প্যালেস খুব একটা প্রতিরোধ গড়তে পারেনি।
এই জয়ের ফলে ৯ ম্যাচে ৭ জয় ও ১ ড্রয়ে ২২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে অবস্থান করছে আর্সেনাল। এটি সব প্রতিযোগিতা মিলিয়ে তাদের টানা সপ্তম জয় এবং প্রিমিয়ার লিগে টানা চতুর্থ জয়।
বিডি প্রতিদিন/মুসা