রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার ব্যক্তিরা হলেন-ফজলে রাব্বি (২৮), তানভীর ইসলাম কাল্লু (২২), আমির হামজা (৩২), রাশেদুল ইসলাম (২৫) ও মিলন (৪২)। এ সময় রাশেদুলের কাছ থেকে ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
রবিবার বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি জানান, শনিবার (২৫ অক্টোবর) দিনব্যাপী মোহাম্মদপুর থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ওই পাঁচজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারদের মধ্যে নিয়মিত মামলার আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই