রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা এলাকায় নির্মাণাধীন একটি ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে সৈকত হোসেন রিমন (২৫) নামের এক রড মিস্ত্রির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তার সহকর্মী ইমরান হোসেন (২০)।
রবিবার (২৬ অক্টোবর) দুপুর প্রায় একটার দিকে কাজলা পেট্রোল পাম্পের পেছনের একটি তিনতলা নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে।
মৃতের সহকর্মী আমির হোসেন জানান, দুপুরে রিমন ও ইমরান ভবনের ছাদে রশি দিয়ে রড উঠাচ্ছিলেন। এ সময় ছাদের বাইরে থাকা বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে দুজনেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন।
পরে তাদের উদ্ধার করে দুপুর পৌনে দুইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে, কর্তব্যরত চিকিৎসক রিমনকে মৃত ঘোষণা করেন। আহত শ্রমিক ইমরানকে প্রাথমিক চিকিৎসা দিয়ে অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, “মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।”
মৃত সৈকত হোসেন রিমন, কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার বড়শালগড় গ্রামের মৃত জাবেদ ইকবালের ছেলে। তিনি বর্তমানে রাজধানীর যাত্রাবাড়ী শেখদি এলাকায় বোনের বাসায় থাকতেন, আর তার পরিবার কুমিল্লায় অবস্থান করছে।
বিডি প্রতিদিন/আশিক