চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল আবছার চৌধুরীকে (৫৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার সন্ধ্যায় সাতকানিয়া পৌরসভার জুমা মসজিদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নুরুল আবছার চৌধুরী সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের মির্জাখীল গ্রামের মৃত নুরুল ইসলাম চৌধুরীর ছেলে।
সাতকানিয়া থানার ওসি জাহেদুল ইসলাম জানান, নুরুল আবছার চৌধুরীর বিরুদ্ধে মামলা রয়েছে। সাতকানিয়া পৌরসভা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
জানা গেছে, নুরুল আবছার চৌধুরী গত উপজেলা পরিষদ নির্বাচনে সাতকানিয়া উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করে পরাজিত হয়েছিলেন। তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের দীর্ঘদিন সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বিডি প্রতিদিন/নাজিম