নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় ওয়াসার বিশুদ্ধ পানি সরবরাহ, যানজট নিরসন ও হাসপাতালগুলোতে সুচিকিৎসার ব্যবস্থা নেওয়ার দাবিতে মানববন্ধন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর।
বুধবার দুপুরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নগর ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মাওলানা মুফতি মাসুম বিল্লাহর সভাপতিত্বে বক্তব্য রাখেন সেক্রেটারি সুলতান মাহমুদ ও সহ-সভাপতি নূর হোসেনসহ সংগঠনের নেতৃবৃন্দরা।
এসময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরেই নারায়ণগঞ্জ সিটি করপোরেশন কর্তৃক সরবরাহকৃত ওয়াসার পানি পান করা তো দূরের কথা, ব্যবহারেরও অযোগ্য। এই পানি দিয়ে গোসল করাও যায় না। এমনকি অজু করলে মনে হয় উল্টো নাপাক হয়ে যাবে। দীর্ঘদিন ধরেই নাসিক এলাকায় মশার সমস্যা বিরাজমান থাকলেও ওষধু ঠিকমতো ছিটানো হয় না। শহরে যানজটের সমস্যা দীর্ঘদিনের।
তারা আরও বলেন, মোড়ে মোড়ে অবৈধ স্ট্যান্ডসহ ফুটপাত দখল হয়ে যাওয়ায় প্রতিনিয়ত যানজট সৃষ্টি হচ্ছে। শহরের বিভিন্ন স্থানে ড্রেন নির্মাণ কাজ চলমান থাকলেও এসব নির্মাণ কাজ হচ্ছে ঢিমেতালে। শহরের যানজট বেড়ে যাওয়ার এটাও একটা কারণ। সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলোতে সুচিকিৎসা মিলছে না। আগামী সাতদিনের মধ্যে নাগরিক সমস্যা সমাধান না হলে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন বক্তারা।
মানববন্ধন শেষে নাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেনের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। এসময় প্রধান নির্বাহী কর্মকর্তা আন্দোলনকারীদের বিভিন্ন দাবির কথা শোনেন এবং এসব বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বস্ত করেন।
এ বিষয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন বলেন, উনাদের সাথে কথা হয়েছে। কিছু বিষয় নোট করে রাখা হয়েছে। আমরা ব্যবস্থা নিবো।
বিডি প্রতিদিন/এমআই