খাগড়াছড়িতে অপহরণের এক সপ্তাহ পেরিয়ে গেলেও উদ্ধার হয়নি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পাঁচ শিক্ষার্থীকে। তবে উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন খাগড়াছড়ি সদর থানার ওসি আবদুল বাতেন মৃধা।
তিনি জানান, অপহৃতদের উদ্ধারে বিভিন্ন এলাকায় অভিযান চলছে। সোমবার অভিযানে গিয়ে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) একটি আস্তানা থেকে বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করে যৌথ বাহিনী। শিক্ষার্থীদের পরিবারের পক্ষ থেকে এখনো থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি। এর আগে গত বুধবার জেলা সদরের গিরিফুল এলাকা থেকে এসব শিক্ষার্থীকে অপহরণ করা হয়। শিক্ষার্থীরা হলেন- রিশান চাকমা, মৈত্রীময় চাকমা, দিব্যি চাকমা, লঙি ম্রো ও অলড্রিন ত্রিপুরা। এ ঘটনায় ইউপিডিএফকে দায়ী করেছেন পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি নিপুণ ত্রিপুরা। যদিও এ অভিযোগ অস্বীকার করেছেন ইউপিডিএফের জেলা সংগঠক অংগ্য মারমা।