বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু বলেছেন, ভোটের অধিকার ও গণতন্ত্রের জন্য দেশ স্বাধীন হয়েছিল। আজকে নির্বাচন নিয়ে টালবাহানা ও ষড়যন্ত্র শুরু হয়েছে। দেশের মানুষ তাদের অধিকার আদায় করেছে; তারাই ঠিক করবে দেশ পরিচালনার দায়িত্ব কাকে দেবে। গতকাল দুপুরে রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিএনপির ৩১ দফা নিয়ে রংপুর, নীলফামারী ও সৈয়দপুর সাংগঠনিক জেলার নেতাদের নিয়ে দিনব্যাপী কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
সুলতান সালাহউদ্দিন টুকু বলেন, শেখ হাসিনা বলেছিল উন্নয়ন আগে, গণতন্ত্র পরে। তার সুরে এখন অনেকে বলছে, আগে সংস্কার, পরে নির্বাচন। বিএনপি জাতির সামনে ৩১ দফা তুলে ধরেছে। জনগণের অধিকার আদায়ে বিএনপি পাশে ছিল, আগামীতেও থাকবে।
তিনি আরও বলেন, দেশের জনগণ বিএনপির সঙ্গে আছে। বিএনপিও সব সময় জনগণের পক্ষে কাজ করেছে। তাই বিএনপিকে কেউ রাজাকার বলতে পারে না, কেউ স্বৈরাচার বলতে পারে না, কেউ ফ্যাসিবাদ বলতে পারে না। বিএনপি প্রথমে সংস্কারের ২৭ দফা দাবি নিয়ে এসেছিল। এরপর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখা দলগুলোকে নিয়ে জাতির কাছে ৩১ দফা দাবি উপস্থাপন করেছে। দেশে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের মূল নেতৃত্ব দিয়েছেন তারেক রহমান। আন্দোলনে আমাদের ৫ শতাধিক নেতা-কর্মী শহীদ হয়েছেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু, গণশিক্ষাবিষয়ক সম্পাদক অধ্যাপক মোর্শেদ হাসান খান, সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফজলুর রহমান খোকন ও নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাড. ফারজানা শারমিন পুতুল।