কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে মাদকবাণিজ্য নিয়ে ছুরিকাঘাতে নুরুল ইসলাম (২৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার ভাই ও বন্ধু। পুলিশ একজনকে আটক করেছে। নিহত নুরুল ইসলাম উখিয়ার ২/ই রোহিঙ্গা ক্যাম্পের ই-২ ব্লকের বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আরিফ হোসেন। তিনি জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তদের মধ্যে সৈয়দুল আমিন ওরফে কালা সোনা মিয়াকে আটক করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের আটকের চেষ্টা চলছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে ক্যাম্পসংলগ্ন আমগাছতলা এলাকায় মাদক কেনাবেচার জেরে রোহিঙ্গা মুদি দোকানি সালেহ নুরুল ইসলামকে ডেকে নেন। পরে সালেহের সঙ্গে থাকা রোহিঙ্গা নুরুল আজিম (৩০), সৈয়দুল আমিন ওরফে কালা সোনা মিয়া (৪০), মো. সাদেক (২০) ও মো. কায়সার (১৯) ধারালো অস্ত্র দিয়ে নুরুল ইসলামকে এলোপাতাড়ি কুপিয়ে ও ছুরিকাঘাতে গুরুতর জখম করে। আহত অবস্থায় তাকে উদ্ধার করতে গেলে তার বড় ভাই রিদুয়ান (২৭) ও বন্ধু ফারুককেও মারধর করা হয়েছে। আহত তিনজনকে দ্রুত কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
চিকিৎসাধীন অবস্থায় গতকাল ভোরে নুরুল ইসলামের মৃত্যু হয়। রিদুয়ান ও ফারুককে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে।