ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় ইউটার্ণ এলাকায় একটি পিকআপ ভ্যানের ধাক্কায় জাহিদুল ইসলাম জুয়েল (৩৭) নামে এক ইজিবাইক চালক নিহত হয়েছে।
এ ঘটনায় পিকআপ ভ্যানের হেলপার মো. আলমগীর (২২)কে আটক করেছে পুলিশ। আজ বুধবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ টিআই আবু নাইম সিদ্দিক।
এর আগে মঙ্গলবার রাত সাড়ে ১২টায় এ ঘটনাটি ঘটে। নিহত জাহিদুল ইসলাম জুয়েল পটুয়াখালীর মরিচবুনিয়া গ্রামের ইউনুস মাতুব্বরের ছেলে।
শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ টিআই আবু নাইম সিদ্দিক জানান, মঙ্গলবার রাতে একটি ইজিবাইক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চট্টগ্রামমুখী লেনে উল্টো পথে আসার সময় একটি পিকআপ ভ্যান সেটিকে ধাক্কা দেয়। এতে ইজিবাইকের চালক জুয়েল গুরুতর হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত আড়াইটায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার সাথে সাথে পিকআপ ভ্যানের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এবং হেলপারকে স্থানীয়রা আটক করে পুলিশের সোপর্দ করেছে। এ ঘটনায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে
বিডি প্রতিদিন/জামশেদ