দিনাজপুরের চিরিরবন্দরে গাছ থেকে পাতা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিখিল চন্দ্র ওরফে নাড়িয়া (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে উপজেলার অমরপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের কুতুবডাঙ্গা বাজার এলাকায় এ ঘটনাটি ঘটেছে। নাড়িয়া একই গ্রামের ডাক্তারপাড়ার মৃত হরি মোহনের ছেলে।