বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু বলেছেন, ভোটের অধিকার ও গণতন্ত্রের জন্য দেশ স্বাধীন হয়েছিল। আজকে নির্বাচন নিয়ে টালবাহানা ও ষড়যন্ত্র শুরু হয়েছে। দেশের মানুষের অধিকার আদায় করে, তারাই ঠিক করবে দেশ পরিচালনার দায়িত্ব কাকে দিবে।
বুধবার দুপুরে রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিএনপির ৩১ দফা নিয়ে রংপুর, নীলফামারী ও সৈয়দপুর সাংগঠনিক জেলার নেতাদের নিয়ে দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন টুকু বলেন, শেখ হাসিনা বলেছিল উন্নয়ন আগে, গণতন্ত্র পরে। তার সুরে এখন অনেকে বলছে আগে সংস্কার, পরে নির্বাচন। বিএনপি জাতির সামনে ৩১ দফা তুলে ধরেছে। আপনার তো কোন সংস্কারের কথা বলেন নাই। তাই জনগণের ক্ষমতা জনগণকে দিতে হবে। জনগণের অধিকার আদায়ে বিএনপি পাশে ছিল, আগামীতেও থাকবে।
তিনি বলেন, দেশের জনগণ বিএনপির সঙ্গে আছে। বিএনপিও সব সময় জনগণের পক্ষে কাজ করেছে। তাই বিএনপিকে কেউ রাজাকার বলতে পারে না, কেউ স্বৈরাচার বলতে পারে না, কেউ ফ্যাসিবাদ বলতে পারে না। বিএনপি প্রথমে সংস্কারের ২৭ দফা দাবি নিয়ে এসেছিল। এরপর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখা দলগুলোকে নিয়ে জাতির কাছে ৩১ দফা দাবি উপস্থাপন করেছে। দেশে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের মূল নেতৃত্ব দিয়েছেন তারেক রহমান। আন্দোলনে আমাদের ৫ শতাধিক নেতাকর্মী শহীদ হয়েছে।
তিনি বলেন, দেশের বাস্তবতায় যদি এই মুর্হূতে নির্বাচন হয়, তাহলে বিএনপি বিজয় অর্জন করবে। সেজন্য বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। যে গাছে ফল ধরে সেই গাছে মানুষ ঢিল মারে। যে গাছটি বড় থাকে ঝড়ে বাতাস সেই গাছেই লাগে। দেশের বাস্তবতায় বিএনপি একমাত্র দল, যারা জনগণের বিপক্ষে কখনো যায়নি।
মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু’র সভাপতিত্বে কর্মশালায় প্রশিক্ষণ দেন বিএনপি মিডিয়া সেলের প্রধান অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আব্দুল্লাহ আল মামুন।
বক্তব্য রাখেন বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু, গণশিক্ষাবিষয়ক সম্পাদক অধ্যাপক মোর্শেদ হাসান খান, সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফজলুর রহমান খোকন ও নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাড. ফারজানা শারমিন পুতুল প্রমুখ।
বিডি প্রতিদিন/আরাফাত