গাইবান্ধা-২ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ সারোয়ার কবিরের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নিদের্শ দিয়েছেন আদালত।
আজ বুধবার (১৬ এপ্রিল) বিকাল সাড়ে ৩টার দিকে গাইবান্ধা সদর আমলি আদালতের বিচারক অতিরিক্ত চীপ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর হোসেন এ আদেশ দেন।
এর আগে কড়া নিরাপত্তায় বিকেল ৩টার দিকে দিনাজপুর থেকে গাইবান্ধার আদালতে নেওয়া হয় শাহ সারোয়ার কবিরকে। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে তাকে দিনাজপুর শহরের ঈদগাহ বস্তি এলাকায় দীবা গার্ডেন নামে তার বোনের বাসা তাকে থেকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। গত ১ মার্চ থেকে বোনের বাসায় আত্মগোপনে ছিলেন তিনি।
শাহ সারোয়ার কবিরের আইনজীবী জেলা জজ আদালতের সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নিরাঞ্জন কুমার ঘোষ বলেন, ‘গেল বছরের ৪ আগস্ট জেলা বিএনপি ও যুবদলের কার্যালয়ে হামলা-ভাঙচুর ও আগুনের ঘটনায় সদর থানায় বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের হওয়া দুই মামলার আসামি শাহ সারোয়ার কবীর। এই দুই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে হাজির করে পুলিশ।
তিনি বলেন, আমরা আদালতে তার জামিন চেয়ে আবেদন করি। কিন্তু বিচারক শুনানি শেষে আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আমরা এই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করব।’
উল্লেখ্য, ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন গাইবান্ধা-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন সারোয়ার কবির। এর আগে তিনি গাইবান্ধা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন।
বিডি প্রতিদিন/জামশেদ