পাবনার চাটমোহরে শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে জানিয়ে মানববন্ধন করেছে সর্বস্তরের জনগণ। বুধবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় চাটমোহর পৌর শহরের থানা মোড়ের আমতলা চত্বরে অনুষ্ঠিত হয় এই মানববন্ধন।
প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে চাটমোহরের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং সচেতন নাগরিক সমাজ।
মানববন্ধনে সঞ্চালনা করেন চাটমোহর বণিক সমিতির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান সুজন ও শেখ জাবের আল-শিহাব। এ সময় বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তাইজুল, সাংগঠনিক সম্পাদক শেখ জিয়ারুল হক সিন্টু, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এস কে জামান লেবু, সাংবাদিক বেলাল হোসেন স্বপন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পাবনা জেলা শাখার সদস্য সচিব মজিবুর রহমান, আহ্বায়ক বরকত উল্লাহ ফাহাদ প্রমুখ।
বক্তারা বলেন, 'সারাদেশে শিশুদের ওপর যেভাবে পাশবিক নির্যাতন, ধর্ষণ ও হত্যার ঘটনা বেড়ে চলেছে, তা সমাজের চূড়ান্ত নৈতিক অবক্ষয়ের বহিঃপ্রকাশ। এই অবস্থার পরিবর্তন না হলে আগামী প্রজন্ম ভয়াবহ বিপদের মুখে পড়বে।'
তারা আরও বলেন, 'এই বর্বর ঘটনার দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। যদি আগামী ২৪ ঘণ্টার মধ্যে ৬ বছরের শিশু জুঁইয়ের ধর্ষক ও হত্যাকারীকে গ্রেফতার না করা হয়, তাহলে আরও বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।'
বিডি প্রতিদিন/মুসা