নটর ডেম কলেজে বৃহস্পতিবার শুরু হয়েছে ৩৬তম এনডিডিসি ন্যাশনালস এবং ১৩তম এনডিডিসি ডিবেটার্স লীগ। তিন দিনের এই উৎসব আয়োজন করেছে নটর ডেম ডিবেটিং ক্লাব (এনডিডিসি)।
এ বছর উৎসবের টাইটেল স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে বসুন্ধরা খাতা, কো-পাওয়ার্ড পার্টনার হিসেবে আছে মাইগ্রেশন অ্যান্ড একাডেমিক সেন্টার এবং নর্ডিক সোর্সিং সহযোগী পার্টনার হিসেবে যুক্ত রয়েছে। বিতর্ক জগতে নটর ডেম ডিবেটিং ক্লাব আরেকটি গৌরবময় অধ্যায়ের সাক্ষী হতে যাচ্ছে।
এই আয়োজনে মিডিয়া পার্টনার হিসেবে আছে কালের কণ্ঠ। ৩৬তম এনডিডিসি ন্যাশনালস-এ ইংরেজি বিতর্ক অনুষ্ঠিত হচ্ছে ব্রিটিশ পার্লামেন্টারি ফরম্যাটে। সেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ৪০টি দল যুক্তি, বিশ্লেষণ ও বুদ্ধিবৃত্তিক চর্চার লড়াইয়ে অংশ নিচ্ছে। একই সঙ্গে ১৩তম ডিবেটার্স লীগ-এ অনুষ্ঠিত হচ্ছে বাংলা বিতর্ক, এশিয়ান পার্লামেন্টারি ফরম্যাটে।
সেখানে ১৬টি দল প্রতিদ্বন্দ্বিতা করছে শিরোপার জন্য। এবারের লীগে যোগ হয়েছে নতুন একটি ব্যতিক্রমধর্মী মাত্রা। সেখানে প্রতিটি দল পরিচালিত হচ্ছে একজন অভিজ্ঞ বিশ্ববিদ্যালয় পর্যায়ের বিতার্কিকের নেতৃত্বে। এই প্রতিযোগিতার জন্য বিতার্কিকদের নির্বাচন করা হয়েছে গত ২২ মার্চ কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত এক নিলামের মাধ্যমে। এটি প্রতিযোগিতাকে করে তুলেছে আরো রোমাঞ্চকর।
উৎসবে বিতর্কের পাশাপাশি থাকছে একটি বিশেষ সেগমেন্ট—‘আন্তর্জাতিক সম্পর্ক কুইজ’। সেখানে অংশগ্রহণকারীরা তাঁদের আন্তর্জাতিক এবং বৈশ্বিক প্রেক্ষাপট সংক্রান্ত জ্ঞানের প্রতিফলন ঘটাবেন। এটি এই উৎসবে যুক্ত করছে অনন্য মাত্রা। ৪০০ জনের বেশি অংশগ্রহণকারী নিয়ে নটর ডেম কলেজ ক্যাম্পাস আবারও পরিণত হয়েছে জাতীয় পর্যায়ের বিতর্কচর্চার প্রাণকেন্দ্রে।