কুড়িগ্রামের ফুলবাড়িতে আকস্মিক বৈশাখী ঝড়ে ঘরের ওপর গাছের চাপা পড়ে ছকিলা বেগম নামে এক গৃহবধূর মৃত্যু ঘটেছে। নিহত ছকিলা বেগম উপজেলার নাওডাঙা ইউনিয়নের উত্তর ফকিরপুর গ্রামের গোলাম হোসেনের স্ত্রী।
স্থানীয়রা ও পুলিশ জানায়, উপজেলার নাওডাঙা ইউনিয়নের উত্তর ফকিরপুর গ্রামের ওই গৃহবধূ তার বড় বোন ছবিয়া বেগমের সাথে রাতে ঘুমাতে যান। রোববার ভোররাতে আকস্মিকভাবে প্রবলবেগে কাল বৈশাখী ঝড় শুরু হলে বড়বোন ছবিয়া ছোটবোন ছকিলা বেগমকে নিয়ে অন্যত্র যেতে বলে। কিন্তু ছোটবোন না শোনায় বড় বোন ঘর থেকে বের হতে না হতেই ওপর থেকে গাছের ডাল ভেঙে পড়লে বুকে গাছ চাপা পেয়ে ছকিলা বেগম ঘরেই তাৎক্ষপিক মারা যান। এতে বড়বোন ছবিয়া বাইরে বের হতে না হতেই আঘাত পেলেও প্রাণে বেঁচে যান।
এ ব্যাপারে ফুলবাড়ি থানার ওসি শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বিডি প্রতিদিন/এএম