ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মালবাহী ট্রেনের ইঞ্জিনের তেল চুরির মামলার এজহারভুক্ত আসামি মোঃ মুুরাদকে আটক করেছে রেলওয়ে পুলিশ। গত শুক্রবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের কোড্ডা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। এর আগে গত সোমবার রাতে আখাউড়া রেল জংশনের অদূরে তিতাস ব্রিজের পশ্চিমে মালবাহী কন্টেইনার ট্রেন থামিয়ে তেল চুরির সময় ২১০ লিটার তেল উদ্ধার করে রেলওয়ে পুলিশ।
এ ঘটনায় রেলওয়ে থানার সাব ইন্সপেক্টর শোভন কুমার নাগ বাদী হয়ে ট্রেন চালক, সহকারী চালক, ট্রেন পরিচালক (গার্ড)সহ ৮ জনকে আসামি করে মামলা করেন। আখাউড়া থানার সাব ইন্সপেক্টর ও মামলার তদন্তকারী কর্মকর্তা মোঃ আব্দুল কাদের বিষয়টি নিশ্চিত করে বলেছেন গতকাল শনিবার দুপুরে মুরাদকে আদালতে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএ