মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ঢাকা কলেজের সাবেক ভিপি, ন্যাশনাল আওয়ামী পার্টি, কমিউনিস্ট পার্টি, আওয়ামী লীগ নেতা ও সংগঠক আজিজুর রহমান ফকু আর নেই।
মঙ্গলবার ভোর সাড়ে ৬টায় গুলশানস্থ নিজ বাসভবনে তিনি মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।
পরিবার সূত্রে জানানো হয়েছে, আগামী বৃহস্পতিবার ফজরের নামাজের পর গুলশান আজাদ মসজিদে প্রথম জানাজা ও জোহরের নামাজের পর নবাবগঞ্জ উপজেলা চরচরিয়ায় তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর নিজ গ্রাম চরচরিয়ায় তাকে সমাহিত করা হবে।
উল্লেখ্য, আজিজুর রহমান ফকু ছিলেন একাধারে রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক সংগঠক। নিজ এলাকা নবাবগঞ্জ-দোহার-সিরাজদিখান-শ্রীপুর অঞ্চলে তিনি প্রতিষ্ঠা করেছেন অসংখ্য স্কুল, কলেজ, পাঠাগার, সাংস্কৃতিক সংগঠন, ক্লাব ও খেলার মাঠ। আমৃত্যু নিজকে নিবেদিত রেখেছেন জনকল্যাণমূলক কাজে।
বিডি প্রতিদিন/এমআই