বিএনপির কেন্দ্রীয় সদস্য হুমাম কাদের চৌধুরী বলেছেন, ‘আমার বাবা আমাকে শিখিয়েছেন, রাজনীতি করতে হলে শরীরের চেয়ে কলিজাটা বড় হতে হয়। যারা এক সময় আমাদের থেকে দূরে সরে গিয়েছে, ভিন্ন দল করতো, তাদেরকেও সুযোগ দিতে হবে। রাঙ্গুনিয়ার সুন্দর ভবিষ্যতের জন্য সবাইকে একসাথে কাজ করতে হবে।’
শনিবার (৮ নভেম্বর) রাঙ্গুনিয়া উপজেলার উত্তর পদুয়া মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসা হেফজখানা ও এতিমখানার বার্ষিক সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
তিনি বলেন, ‘রাঙ্গুনিয়ার মাটিতে আওয়ামী লীগের সন্ত্রাসীদের আর সুযোগ দেওয়া যাবে না। আমাদের ওপর যে অত্যাচার তারা চালিয়েছে, আমরা যেন তা আর কারও ওপর না করি। রাঙ্গুনিয়ার নতুন স্লোগান হতে হবে ‘ভালবাসার রাঙ্গুনিয়া’। এক সময় যেই এলাকাটিকে আওয়ামী লীগ তাদের ঘাঁটি বলতো, আজ সেই জায়গা থেকেই আমি বিসমিল্লাহ করছি। কারণ বাংলাদেশে আওয়ামী লীগের আর কোনো ঘাঁটি নেই। তাদের নেত্রী দেশের নেতাকর্মীদের ফেলে পালিয়ে গেছেন। অথচ বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়া প্রমাণ করেছেন, কীভাবে জনগণের পাশে থাকতে হয়। রাঙ্গুনিয়ার মানুষ ইতিমধ্যে ধানের শীষের পক্ষে রায় দিয়েছেন। তাই জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিশ্বাস, রাঙ্গুনিয়ার মানুষ বিএনপির সাথেই আছে।’
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মুহাম্মদ শওকত আলী নূরের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা জাফরুল ইসলাম। অতিথি ছিলেন জিয়া পরিষদের সাধারণ সম্পাদক রোটারিয়ান জসিম উদ্দীন চৌধুরী। সভায় মাদ্রাসার দাতা সদস্য ও আগত অতিথিদের সংবর্ধনা দেওয়া হয়। এ সময় বিশেষ টুপি পরিয়ে হুমাম কাদের চৌধুরীকেও সম্মান জানানো হয়।
বিডি-প্রতিদিন/জামশেদ