চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে খালে ভাসমান অবস্থায় ইয়াছিন আরাফাত (১৩) নামে এক হেফজখানার ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার দক্ষিণ চরপাড়া আলিয়া মাদ্রাসার পূর্ব পাশের ব্রিজের নিচ থেকে লাশটি উদ্ধার করে থানা পুলিশ। ইয়াছিন আরাফাত (১৩) ওই এলাকার সৌদি প্রবাসী আবুল কালামের ছেলে। তিনি পৌরসভার খালেদ বিন ওয়ালিদ মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র।
সাতকানিয়া থানার ওসি জাহেদুল ইসলাম বলেন, সাতকানিয়া পৌরসভার চরপাড়ার খালে ভাসমান অবস্থায় ইয়াছিন আরাফাত নামে এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনও অভিযোগ করেনি। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
ইয়াছিন আরাফাতের চাচা মহিউদ্দিন মিন্টু জানান, বৃহস্পতিবার বিকেলে মাদ্রাসা থেকে বের হয়ে আরাফাত আর বাড়ি ফিরেনি। পরিবারের পক্ষ থেকে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। পরে শনিবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আরফাতের লাশ শনাক্ত করা হয়। গত মাসে আমার ভাই সৌদি আরব যাওয়ার পর তারা গ্রামের বাড়িতে চলে আসেন। আরফাতকে পৌরসভার খালেদ বিন ওয়ালিদ মাদ্রাসার হেফজখানায় ভর্তি করানো হয়। আগে তারা পুরান ঢাকার লালবাগে বসবাস করতেন। সেখানে একটি মাদ্রাসায় ইয়াছিন আরাফাত পড়াশোনা করতো।
বিডি প্রতিদিন/এএম