চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় এক কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে তার দুলাভাই (বোনের স্বামী) মো. ওমর ফারুককে (২৮) গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
শনিবার উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ইছানগর গ্রামে ঘটনাটি ঘটলেও সোমবার (১০ মার্চ) রাতে বিষয়টি প্রকাশ্যে আসে। অভিযুক্ত ফারুক ওই ইউনিয়নের সৈন্যারটেক এলাকার স্থায়ী বাসিন্দা।
কর্ণফুলী থানার ওসি মুহাম্মদ শরীফ জানান, শ্যালিকার পরিবার সম্প্রতি ইছানগর এলাকায় বাসা নিয়ে থাকতে শুরু করেন। এ সুযোগে ফারুক তার শ্যালিকাকে ধর্ষণচেষ্টা করে বলে অভিযোগ ওঠে।
সোমবার রাতে বিষয়টি জানাজানি হলে ফারুককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে স্থানীয় জনগণ। ইতিমধ্যে অভিযুক্তের বিরুদ্ধে মামলা হয়েছে। তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই