গোপালগঞ্জের কোটালীপাড়া ও মুকসুদপুর উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক নারীসহ দুইজন নিহত হয়েছেন। বুধবার সকাল ৯টা ও বেলা ১১টার দিকে এসব দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—কোটালীপাড়া উপজেলার পিঞ্জুরী গ্রামের হাসেম শেখের ছেলে ট্রলি চালক লিমন শেখ (৩৫) ও মুকসুদপুর উপজেলার লোহাইড় গ্রামের সোহেল মুন্সির স্ত্রী আন্না বেগম (২০)।]
মুকসুদপুরে ভ্যানে ওড়না পেঁচিয়ে তরুণীর মৃত্যু
মুকসুদপুর থানার ওসি মোস্তফা কামাল জানান, আন্না বেগম সকালে বণগ্রাম বাজার থেকে কেনাকাটা শেষে ব্যাটারিচালিত ভ্যানে করে নিজ বাড়ি লোহাইড় গ্রামের উদ্দেশে ফিরছিলেন। বেলা ১১টার দিকে ভ্যানটি লোহাইড় গ্রামের মুন্সী বাড়ির কাছে পৌঁছালে তার গলার ওড়না ভ্যানের চাকার সঙ্গে পেঁচিয়ে যায়। এতে তিনি রাস্তায় পড়ে গিয়ে মারাত্মক আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের আবেদনের ভিত্তিতে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
কোটালীপাড়ায় ট্রলি উল্টে চালকের মৃত্যু
অন্যদিকে, কোটালীপাড়া থানার ওসি আবুল কালাম আজাদ জানান, রাধাগঞ্জ থেকে বালু নামিয়ে ফেরার পথে ট্রলি চালক লিমন শেখ মনোহর মার্কেট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলিটি উল্টে ফেলেন। এতে ট্রলির নিচে চাপা পড়ে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায়ও আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল