চট্টগ্রামে আলোচিত সন্ত্রাসী আলী আকবর ওরফে ঢাকাইয়া আকবর হত্যাকাণ্ডের ঘটনায় র্যাব ও পুলিশের পৃথক অভিযানে অভিযুক্ত মো. আলভীন (৩০) ও ওসমান আলীকে (৫৮) গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার রাতে নগরীতে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে ওসমান চট্টগ্রামের এইট মার্ডার মামলার আসামি আলোচিত শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের বড় ভাই। আলভীন তাদের ভাগ্নে।
পতেঙ্গা থানার ওসি শফিকুল ইসলাম জানিয়েছেন, আকবর হত্যাকাণ্ডের ঘটনায় গত সোমবার পতেঙ্গা থানায় মামলা দায়ের করেছেন আকবরের স্ত্রী রূপালী বেগম। ওই মামলায় ১১ জনের নাম উল্লেখ ও ২/৩ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। ওই মামলার তদন্তের অংশ হিসেবে সোমবার ওসমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এদিকে র্যাব-৭ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার এ আর মোজাম্মেল জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত সোয়া ১১টায় চান্দগাঁও থানার সিডিএ এলাকা থেকে ঢাকাইয়া আকবর হত্যায় আরেক অভিযুক্ত আলভীনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে পরবর্তী আইনি ব্যবস্থা নিতে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, গত শুক্রবার (২৩ মে) রাত ৮টার দিকে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্রসৈকত এলাকার পশ্চিম পয়েন্টের ২৮ নম্বর দোকানের সামনে আড্ডারত অবস্থায় ঢাকাইয়া আকবরকে গুলি করে একদল দুর্বৃত্ত। পরবর্তীতে রবিবার (২৫ মে) সকাল ৮টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিডি প্রতিদিন/নাজমুল