দিনাজপুরে পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন। দিনাজপুরের ফুলবাড়ীতে বুধবার সকালে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নাজমুল নামে ট্রাক হেলপার নিহত ও ট্রাক চালক রিপন আহত এবং বিরলে বুধবার সকালে ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোহনা আক্তার সাম্মী নামে এক স্কুলশিক্ষার্থী নিহত এবং মোটরসাইকেল চালক হাবিবুর রহমান, অপর শিক্ষার্থী ঋতু আক্তার আহত হয়েছেন এবং পার্বতীপুরে মঙ্গলবার দিবাগত রাতে ট্রাকের চাপায় রবিউল ইসলাম ও সুজিত চন্দ্র দাস নামের দুই শ্রমিক নিহত হয়েছেন।
নিহতরা হলেন, নাজমুল (৪৫) টাঙ্গাইল জেলার বাসাইল থানার কাসিল গ্রামের লাভলু মিয়ার ছেলে ও সে ট্রাকের সহযোগী হিসেবে কাজ করত, স্কুল শিক্ষার্থী মোহনা আক্তার সাম্মী (১৪) বিরলের বিজোড়া ইউনিয়নের লক্ষ্মীজল এলাকার মিজানুর রহমানের মেয়ে ও রঘুপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী এবং রবিউল ইসলাম (২৫) পার্বতীপুর উপজেলার জগন্নাথপুর এলাকার তসলিম উদ্দিনের ছেলে ও সুজিত চন্দ্র দাস (২৪) রাজনগর এলাকার সুশান্ত দাসের ছেলে।
ফুলবাড়ী থানার ওসি এ কে এম খন্দকার মুহিব্বুল ইসলাম বলেন, বুধবার সকাল সাড়ে ৬টার দিকে বিরামপুর থেকে ছেড়ে আসা একটি ট্রাক উপজেলার অম্রবাড়ি খিয়ারপাড়া (ব্রহ্মচারী) নামক স্থানে এলে দিনাজপুর থেকে ছেড়ে আসা একটি ধান বোঝাই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে দুটো ট্রাকের সামনের দিক দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই ধান বোঝাই ট্রাকের সহযোগী নাজমুল মৃত্যুবরণ করেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। ট্রাক দুটো পুলিশ হেফাজতে রয়েছে।
বিরল থানার ওসি আব্দুস সবুর জানান, বুধবার সকাল সাড়ে ৯টায় বিরল উপজেলার বিজোড়া ইউনিয়নের উত্তর বহলা গ্রামে এ ঘটনা ঘটে। বুধবার সকালে মোহনা আক্তার তার চাচা হাবিবুর রহমানের মোটরসাইকেলে বসে বান্ধবী ঋতু আক্তারসহ স্কুলে যাচ্ছিলেন। এ সময় স্কুলের অদূরে উত্তর বহলা নামক এলাকায় বিপরীত দিক থেকে আসা ইটবোঝাই ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহীরা ট্রাক্টরের ধাক্কায় সড়কে ছিটকে পড়ে। ট্রাক্টরের চাপায় ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে মোহনা আক্তার। এ ঘটনায় ট্রাক্টরটিকে আটক করা হয়েছে।
পার্বতীপুর মডেল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। ট্রাকটিকে আটক করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ