সমাজের পিছিয়ে পড়া দরিদ্র ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাঁওতাল সম্প্রদায় ও সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ফলজ গাছের চারা বিতরণ করেছে বসুন্ধরা শুভসংঘ ঠাকুরগাঁও জেলা শাখা। বুধবার (২৮ এপ্রিল) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলা আদিবাসী পল্লিতে এসব চারা বিতরণ করা হয়।
চারা বিতরণ অনুষ্ঠানে সাঁওতাল নারী দীপালি তিজ্ঞা বলেন, গত দুই বছর পূর্বে শুভসংঘের দেওয়া যে ফলজ গাছ তিনি পেয়েছিলেন সেই গাছটি বাড়িতে যত্ন করে রোপণ ও পরিচর্যা করেন। এখন সেই গাছেই ফল আসতে শুরু করেছে।
একই কথা জানান সাঁওতাল পল্লীর পারুল কেরক্যাটা, বাসন্তি মার্ডিসহ আরও বেশ কয়েকজন। এজন্য বসুন্ধরা শুভসংঘের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।
কৃষ্টিনা ল্যাকরা নামের আরেক নারী বলেন, এই ফলের গাছটা বাড়িতে রোপণ করবো এবং নিজের সন্তানের মতো যত্ন করবো। এই আম ও কাঠাল গাছ একদিন আমার পরিবারের ফলের চাহিদা পূরণ করবে।
ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি তাপস দেব নাথ জানান, ঠাকুরগাঁওয়ে বসুন্ধরা শুভসংঘের সকল সদস্য অত্যন্ত মানবিক। শীতকালীন সময়ে সমাজের হতদরিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ, সৃজনশীল ও মানবিক মানুষ গড়ার লক্ষে জেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ে মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে ধারাবাহিকভাবে পাঠ্যপুস্তকের বাইরে উপন্যাস, ভাষা আন্দোলন, গল্প ও কবিতার বই বিনামূল্যে বিতরণ করে যাচ্ছে। এছাড়াও হতদরিদ্র মানুষের মুখে হাসি ফোঁটাতে খাদ্য সহায়তা কার্যক্রম করা হয়েছে। বসুন্ধরা শুভসংঘ আরও বিভিন্ন শুভকাজের মাধ্যমে সব সময় মানুষের জন্য সেবামূলক কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও করে যাবে।
বিতরণ অনুষ্ঠানে বসুন্ধরা শুভসংঘ ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি তাপস দেব নাথ, সাধারণ সম্পাদক রাশেদুল আলম লিটন, কেন্দ্রীয় কমিটির সহ সাংস্কৃতিক সম্পাদক মালিহা মনজুর মৌমি, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় শাখা কমিটির সাংগঠনিক সম্পাদক মাহফুজা ফারিহা মারজান, জাতীয় আদিবাসী পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার সদস্য জেসপিনা খালকো ও কালের কণ্ঠ জেলা প্রতিনিধি পার্থ সারথী দাস সহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/জামশেদ