সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ ২০২৭ কোয়ালিফায়ার ও ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচকে সামনে রেখে ২৬ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এই দলে প্রথমবারের মতো জায়গা করে নিয়েছেন কানাডা প্রবাসী মিডফিল্ডার শামিত সোমে।
২৭ বছর বয়সী শামিত সোমে বর্তমানে খেলছেন কানাডিয়ান প্রিমিয়ার লিগের ক্লাব ক্যাভালরি এফসিতে। কানাডার যুব দলে খেলার অভিজ্ঞতা রয়েছে তার। সম্প্রতি তিনি বাংলাদেশের ভিসা ও ফিফা থেকে আন্তর্জাতিক অ্যালিজেন্স পরিবর্তনের ছাড়পত্র পেয়েছেন, যার পরই তার বাংলাদেশ দলে অন্তর্ভুক্তি নিশ্চিত হয়েছে।
এর আগে ইংলিশ ক্লাব লেস্টার সিটির মিডফিল্ডার হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে অভিষেক করেছেন, যিনি এবারও স্কোয়াডে রয়েছেন এবং মিডফিল্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে আশা করা হচ্ছে।
এছাড়াও, দলে নতুন মুখ হিসেবে যুক্ত হয়েছেন ১৮ বছর বয়সী ফরোয়ার্ড ফাহমেদুল ইসলাম, যিনি ইতালির ঘরোয়া লিগে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবে ডাক পেয়েছেন। তিনি বুধবার সকালেই ঢাকায় পৌঁছেছেন এবং ৩০ মে শুরু হতে যাওয়া ক্যাম্পে অংশ নেবেন।
এই দলে ছয়জন ফরোয়ার্ড থাকায় কোচ ক্যাবরেরার আক্রমণভাগ শক্তিশালী করার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তবে আলোচনায় থাকা সান্ডারল্যান্ড অনূর্ধ্ব-২১ দলের কিউবা মিচেল স্কোয়াডে জায়গা পাননি।
বাংলাদেশ আগামী ৪ জুন ঢাকায় ভুটানের বিপক্ষে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে এবং ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি কোয়ালিফায়ার ম্যাচে মাঠে নামবে। উভয় ম্যাচই অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে।
প্রাথমিক স্কোয়াড থেকে ম্যাচের আগে চূড়ান্ত দল ঘোষণা করা হবে।
বাংলাদেশের ২৬ সদস্যের প্রাথমিক স্কোয়াড
গোলরক্ষক: মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ।
ডিফেন্ডার: শাকিল আহাদ তপু, জাহিদ হাসান শান্ত, মোহাম্মদ রহমত মিয়া, ঈসা ফয়সাল, তাজউদ্দিন, তারিক কাজী, তপু বর্মণ, সাদ উদ্দিন।
মিডফিল্ডার: মো. রিদয়, সৈয়দ শাহ কাজেম কিরমানে, সোহেল রানা, মজিবুর রহমান জনি, শেখ মোরসালিন, জামাল ভূঁইয়া, হামজা চৌধুরী, শামিত সোমে।
ফরোয়ার্ড: ফাহমেদুল ইসলাম, ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হোসেন, শাহরিয়ার ইমন, মোহাম্মদ ইব্রাহিম, আল আমিন, সুমন রেজা।
বিডি প্রতিদিন/মুসা