মুন্সিগঞ্জে আদালতের চলমান ও নিষ্পত্তিকৃত ১৫৭টি মাদক মামলার আলামত হিসেবে থাকা প্রায় ৫৫ লক্ষাধিক টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। বুধবার বিকাল ৩টায় মুন্সিগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের পাশে এসব মাদক ধ্বংস করেন আদালতের মালখানা দায়িত্বপ্রাপ্ত বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর শিবনাথ কুমার সাহা জানান, ধ্বংস করা মাদকের মধ্যে ছিল ১০৫ কেজি গাঁজা, ৮৯ বোতল ফেনসিডিল, ২৭ ক্যান বিয়ার, ১৩ লিটার দেশি-বিদেশি মদ, ৩ হাজার ৮৮৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫৮০ পুরিয়া হেরোইন।
গাঁজা আগুনে পুড়িয়ে, ফেনসিডিল ও বিয়ার দা দিয়ে কুপিয়ে এবং ইয়াবা ও বিদেশি মদ পানিতে ডুবিয়ে ধ্বংস করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কোর্ট ইন্সপেক্টর মো. কামরুল ইসলাম মিঞা, আদালতের মালখানা দায়িত্বপ্রাপ্ত এসআই ইসফাত আরা খানম ও অন্যান্য পুলিশ সদস্যরা।
কোর্ট ইন্সপেক্টর মো. কামরুল ইসলাম মিঞা বলেন, আদালতের চলমান ও নিষ্পত্তি ১৫৭টি মামলার আলামত যথাযথভাবে ধ্বংস করা হয়েছে। এতে বিপুল পরিমাণ গাঁজা, ইয়াবা, ফেনসিডিল, বিয়ার ও মদ ধ্বংস হয়, যার বাজারমূল্য আনুমানিক ৫৫ লক্ষাধিক টাকা।
বিডিপ্রতিদিন/কবিরুল