কুষ্টিয়া পৌরসভাকে সিটি কর্পোরেশনে রূপান্তরিত করার দাবিতে মানববন্ধন করেছে কুষ্টিয়া পৌর নাগরিক অধিকার পরিষদ। বুধবার বেলা ১২টায় কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাসের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন কর্মসূচি শেষে পৌর চত্ত্বরে অভিযোগ বক্স স্থাপন করা হয়।
সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট শামিম উল হাসান অপুর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সদস্য সচিব কে এম জাহিদ, সদস্য হাফিজুর রহমান লালু, এ্যাড.হাফিজুর রহমান, শাহারিয়া ইমন রুবেল, আবু মনি সাকলায়েন এলিন, ইঞ্জিনিয়ার মাহমুদ আল হাফিজ অভি, রাসেল পারভেজ প্রমুখ।
এ সময় আরো উপস্থিত ছিলেন কুষ্টিয়া পৌর নাগরিক অধিকার পরিষদের সদস্যবৃন্দ, সমাজসেবী এবং বিভিন্ন সংগঠন ও শ্রেণী পেশার মানুষ।
মানববন্ধন কর্মসূচি শেষে কুষ্টিয়া পৌর নাগরিক অধিকার পরিষদের উদ্যোগে পৌর চত্ত্বরে অভিযোগ বক্স স্থাপন করা হয়।
বিডি প্রতিদিন/এএ