উত্তরপশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে একই এলাকায় সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর ফলে মোংলা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। লঘুচাপের প্রভাবে বুধবার ভোরে থেকে সকাল পর্যন্ত প্রচন্ড বৃষ্টিপাত হয়েছে। তবে বেলা বাড়ার সাথে সাথে বৃষ্টি কমে গেলেও আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে।
মোংলা আবহাওয়া অফিস ইনচার্জ মোঃ হারুন অর রশীদ বলেন, লঘুচাপের প্রভাবে উপকূলের কোথাও কোথাও হালকা, মাঝারি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে লঘুচাপটি আপাতত নিম্নচাপে রুপ নেয়ার খুব বেশি একটা আশংকা নেই। তারপরও আবহাওয়া পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানান তিনি।
এদিকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি থাকলেও আবহাওয়া খুব বেশি বৈরী না হওয়ায় মোংলা বন্দরে অবস্থানরত সকল দেশী-বিদেশী বাণিজ্যিক জাহাজের পণ্য বোঝাই-খালাস ও পরিবহন স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে বন্দরের উপ-পরিচালক (বোর্ড ও জনসংযোগ বিভাগ) মোঃ মাকরুজ্জামান।
বিডি প্রতিদিন/হিমেল