চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মনোয়ারা বেগম (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (২৬ মে) রাতে উপজেলার চরতি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের উত্তর ব্রাহ্মনডেঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মনোয়ারা চরতি ইউনিয়নের মৃত বাচা মিয়ার কন্যা। স্বামীর সাথে ছাড়াছাড়ি হওয়ার পর থেকে তিনি বাবার বাড়িতে থাকতেন। তার দুটি সন্তান রয়েছে।
সাতকানিয়া থানার ওসি মো. জাহেদুল ইসলাম জানান, নিহতের বড় ভাই নজির আহমদ বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন। এর আগে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের (এডিএম) কাছ থেকে ময়নাতদন্ত ছাড়া দাফন করার অনুমতি আনার পর নিহতের লাশ পরিবারের সদস্যদের বুঝিয়ে দেয়া হয়।
চরতি ইউনিয়নের ইউপি সদস্য মো. হানিফ চৌধুরী জানান, ওই নারী দুই সন্তানকে নিয়ে বাবার বাড়িতে থাকতেন। সোমবার বৃষ্টির সময় বৈদ্যুতিক খুঁটি থেকে তার ছিঁড়ে টিনের সাথে লেগে ঘর বিদ্যুতায়িত হলেও তিনি বিষয়টি জানতেন না। এ সময় তিনি কলসি থেকে পানি পান করতে গেলে হাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাৎক্ষণিক মারা যান।
বিডি প্রতিদিন/জামশেদ