সিলেটে ফের ডেঙ্গুর প্রকোপ বাড়তে শরু করেছে। গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগজুড়ে মোট চারজন ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়েছে।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
তারা জানান, গত ১ আগস্ট থেকে ২ আগস্ট পর্যন্ত সিলেট বিভাগে কোনো ডেঙ্গু রোগী শনাক্ত না হলেও গত ২৪ ঘণ্টায় মোট ৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন।
এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩ আগস্ট পর্যন্ত সিলেটজুড়ে মোট শনাক্তকৃত ডেঙ্গু রোগীর সংখ্যা ৬৬ জন। এদের মধ্যে বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৭ জন। জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে-১, নর্থ-ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে-১, ওসমানী মেডিকেল কলেজ হাসপতালে-১, হবিগঞ্জের লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে-২, সুনামগঞ্জ সদর হাসপাতালে-২ জন ভর্তি রয়েছেন।
এ বছর এখন পর্যন্ত সিলেট বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। এদিকে সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দফতর থেকে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় বিভাগজুড়ে মোট ৪ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। তবে কেউ শনাক্ত হয়নি।
বিডি প্রতিদিন/আরাফাত